অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর|| বাহুবলি’র পর আবারও পরিচালনায় এসএস রাজমৌলি। বহুপ্রতীক্ষার পর ৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে তার ম্যাগনাম ওপাস ‘আরআরআর’। অনলাইনে সেই ছবির ট্রেলার প্রকাশ বৃহস্পতিবার ছড়িয়ে পড়লো তুমুল উত্তেজনা।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী চলচ্চিত্রের দুই আইকন জুনিয়র এনটিআর ও রাম চরণ।
বিশেষ চরিত্রে আছেন বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগণ।
একদমই লার্জার দ্যান লাইফ স্কেলে তৈরি করা হয়েছে ‘আরআরআর’। ট্রেলারের মারমার কাটকাট অ্যাকশনের দৃশ্য, ভিএফএক্স-কাজ অবশ্যই নজরকাড়া। ট্রেলার দেখেই ছবি ঘিরে তৈরি উত্তেজনার পারদ চড়ে গেল কয়েকগুণ।
এই ছবির কাহিনি তৈরি হয়েছে দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাম ভীমা ও আলুরি সীতারামা রাজুর জীবনে ঘিরে। নির্মাতা রাজামৌলি, আকাশছোঁয়া বাজেট, অভিনেতা ও গল্প নিয়ে বিতর্ক মিলে গত কয়েক বছরে নিত্য নতুন আলোচনা তৈরি করেছে।শোনা যাচ্ছে, এই ছবির বাজেট ৪৫০ কোটি রুপি ছাপিয়ে গেছে।২০২১ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘আরআরআর’-এর, তবে মহামারির জেরে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। মেগা বাজেটের ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।