অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর|| অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজের প্রথম টেস্টের শুরুতেই বিতর্ক। গ্যাবা টেস্টের দ্বিতীয় দিনের ১৩তম ওভারের ঘটনা।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বেন স্টোকসের বলে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের আউট হওয়ার বলটিতে ‘নো বল’ ডাকেন আম্পায়ার। এই ঘটনায়, অন-ফিল্ড আম্পায়ার সাহায্য চান তৃতীয় আম্পায়ারের কাছে।
টিভি আম্পায়ার রায় দেন, স্টোকস ‘ওভারস্টেপ’ করেছেন।
পরে এই টেস্ট সম্প্রচার করা চ্যানেল সেভেন জানায়, দ্বিতীয় দিনে নিজের প্রথম ৫ ওভারে স্টোকস ১৪টি নো-বল করেন! তার মধ্যে কেবল দুটি বলকে নো-বল ডাকেন আম্পায়ার।
পরে নিশ্চিত হয়, গ্যাবা টেস্ট চলছে অচল নো-বল শনাক্তকরণ প্রযুক্তি নিয়ে। যার কারণে মনিটরে ধরা পড়েনি বোলারের সামনের পায়ের ল্যান্ডমার্ক বা বোলিং ক্রিজের দাগ পেরোনোর বিষয়টি। এর ফলে বিতর্ক সৃষ্টি হয়েছে গ্যাবা টেস্ট নিয়ে। সাবেক ক্রিকেটাররাও এর সমালোচনাও করেছেন।
এই ঘটনায় প্রমাণ করে, গ্যাবা টেস্ট খেলা হচ্ছে পুরোনো কন্ডিশনে। অর্থাৎ এই টেস্টে যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তাতে শুধু উইকেট নেওয়ার ডেলিভারিতে দেখা হচ্ছে বোলারের পা বোলিং ক্রিজের দাগ পেরিয়েছে কিনা তা। ’এমন ভুলের কারণ অনুসন্ধানে বেরিয়ে আসে, ম্যাচ শুরুর আগেই নাকি গ্যাবা টেস্টের জন্য বরাদ্দকৃত নো-বল শনাক্তকরণ প্রযুক্তিটিতে সমস্যা দেখা গিয়েছিল।