অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর|| আগামী বছরের জানুয়ারিতে কাতারে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। বুধবার এই ঘোষণা দেয় এসিবি।
ডাচদের বিপক্ষে সিরিজে কাতারকে হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে আফগানরা। ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে হতে যাওয়া এই সিরিজের সব ম্যাচ আয়োজিত হবে দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।সিরিজের প্রথম ওয়ানডে হবে ২১ জানুয়ারি। ২৩ ও ২৫ জানুয়ারি হবে পরের দুই ম্যাচ। সুপার লিগের অধীনে এটি হতে যাচ্ছে আফগানদের দ্বিতীয় সিরিজ। এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।
সুপার লিগে আফগানিস্তানের বর্তমান পয়েন্ট ১১। আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে এই পয়েন্ট অর্জন করেছে আফগানরা।
এছাড়া সুপার লিগের অংশ হিসেবে আফগানিস্তান সিরিজ আয়োজন করবে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে। সূচিতে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে আফগানরা।
সুপার লিগের শীর্ষে থাকা সাত দল সরাসরি জায়গা পাবে ২০২৩ বিশ্বকাপে।
আয়োজক হিসেবে আসরে সরাসরি খেলবে ভারত।