স্টাফ রিপোর্টার, উদয়পুর,৯ ডিসেম্বর|| মন্দির নগরী উদয়পুর সিমিন হোসেন রিমি। উদয়পুর সফরে এসে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপক স্বপন ভট্টাচার্যের বাসভবনে যা।
বৃহস্পতিবার দুপুরে উদয়পুর সফরে আসেন বাংলাদেশ সরকারের সংসদ সিমিন হোসেন রিমি। তিনি উদয়পুর এসে মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মাননা প্রাপক উদয়পুরের সাংবাদিক স্বপন ভট্টাচার্য্যের বাড়িতে আসেন।পরে সাংসদ জানান, বাংলাদেশের যুদ্ধের সময় ভারত যে ভাবে বাংলাদেশের জনগনকে সাহায্য করেছে তার জন্য তিনি সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।তিনি জানান যখন উনার বয়স নয় বছর তখন তিনি বাংলাদেশের যুদ্ধের সময় সোনামুড়া বক্সনগরে আসেন।পরবর্তী সময়ে আগরতলা হয়ে কলকাতায় যান। উল্লেখ্য, সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের কণ্যা।