স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর|| শিক্ষাক্ষেত্রকে বেসরকারিকরণের প্রতিবাদে শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন। রাজ্য সরকার শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণের যে উদ্যোগ গ্রহণ করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার আগরতলায় শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
প্রতিবাদ বিক্ষোভ স্থল থেকে সংগঠনের এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন। সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকার শিক্ষা কেন্দ্রকে বেসরকারিকরণের উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ করা হলে রাজ্যের ছেলেমেয়েরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। অবিলম্বে রাজ্য সরকারকে এই সর্বনাশা পথ থেকে দূরে সরে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশনের রাজ্য সভাপতি আরো বলেন কোন অজুহাতেই শিক্ষাকে বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া যাবে না। রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। গুণগত শিক্ষার ব্যবস্থা করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ও শিক্ষক কর্মচারী নিয়োগের দায়িত্ব চুক্তিবদ্ধও সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারিকরণের পথ থেকে সরে না আসলে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।