অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর|| আগে আক্রান্ত হয়েছিলেন কিংবা টিকা নেওয়া ছিল ওমিক্রন ভ্যারিয়েন্ট এমন ব্যক্তিদের সংক্রমিত করলেও এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দুর্বল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রাথমিক তথ্য পর্যালোচনা করে বৃহস্পতিবার এমনটি জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।
ডব্লিউএইচও জানায়, প্রাথমিক তথ্য ইঙ্গিত করছে- ওমিক্রন ভ্যারিয়েন্ট পূর্ববতী ভ্যারিয়্যান্টের তুলনায় আগে সংক্রমিত বা টিকা নিয়েছেন এমন লোকদের সহজেই সংক্রমিত করতে পারে, তবে এই সংক্রমণের প্রভাব মৃদু।
সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত ডেটায় ওমিক্রন পুনরায় সংক্রমণ বৃদ্ধির ঝুঁকির ইঙ্গিত দেয়।
‘তবে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যাতে দেখা যায়, ওমিক্রন ডেল্টার চেয়ে দুর্বল রোগ সৃষ্টি করতে পারে’ যোগ করেন তিনি।
ডব্লিউএইচও প্রধান বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরও তথ্য-প্রমাণ প্রয়োজন।
সব দেশগুলোকে তাদের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে ওমিক্রন কীভাবে আচরণ করে এবং এর একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে।