স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর|| তেলিয়ামুড়া পুরো পরিষদের নবনির্বাচিত সদস্যরা বৃহস্পতিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা টাউনহল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে এলাকার বিধায়িকা কল্যাণে রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তেলিয়ামুড়া টাউন হলের হল গৃহে। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়কা কল্যাণী রায়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা, খোয়াই জেলা পরিষদের সহ-সভাপতি হরি শঙ্কর পাল সহ তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিশিষ্ট সমাজ সেবক রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভ-উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিনের অনুষ্ঠানে তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ টি ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। এদিন এ শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের নব নির্বাচিত পৌর পিতা হিসেবে রূপক সরকার, সহকারী পৌর পিতা হিসেবে মধুসূদন রায় সহ চেয়ারম্যান ইন কাউন্সিলর পদে শপথ গ্রহণ করেন নিতীন কুমার সাহা, বিমল রক্ষিত, মালাশ্রী সাহা পাল, রিঙ্কু ভৌমিক দেব,সহ ইন্দ্রজিৎ দাস। এবং বাকি কাউন্সিলররা।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে নব নির্বাচিত সদস্য সদস্যরা যেন নিষ্ঠার সাথে কাজ করেন। তাছাড়া বিধায়িকা নব-নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানের কাছে আহ্বান রাখেন তেলিয়ামুড়াবাসী যে আশা নিয়ে বর্তমান পৌর পরিষদের সদস্যদের নির্বাচিত করেছেন পুর পরিষদ তাদের প্রত্যাশা পূরণে কাজ করা যাবে। তারা যেন তেলিয়ামুড়াবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করেন সেই পরামর্শ দিয়েছেন এলাকার বিধায়িকা।
তাছাড়া বিধায়িকা বলেন,, এক সুন্দর তেলিয়ামুড়া গড়ার যে স্বপ্ন ছিল তা পূরণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২০১৮ সাল থেকে সদ্য প্রাক্তন হওয়া চেয়ারম্যান নীতিন সাহার নেতৃত্বে তেলিয়ামুড়া পৌর পরিষদ যেভাবে কাজ করেছেন ঠিক সেইভাবেই সদ্য নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তেলিয়ামুড়াবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন।শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পরিলক্ষিত হয়।