Lok Adalat: উচ্চ আদালত সহ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে ১১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। ১১ ডিসেম্বর রাজ্যে জাতীয় লোক আদালত আগামী ১১ ডিসেম্বর রাজ্যে বসছে জাতীয় লোক আদালত। উচ্চ আদালত সহ রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে।

 

মোট ৫৪টি কোর্ট-এ ২৫৩৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। উচ্চ আদালতে একটি বেঞ্চ গঠন করা হয়েছে। এখানে ৩১টি মোটর যান দুর্ঘটনার ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ, এনআই অ্যাক্ট ইত্যাদি সংক্রান্ত আপিল মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

 

জাতীয় লোক আদালতে মোটর যান দুর্ঘটনার ক্ষতিপূরণ মামলা ১৫৯টি, আপোষযোগ্য ফৌজদারি মামলা ২৭৬টি, বৈবাহিক বিরোধের ১৩২টি মামলা, এনআই অ্যাক্টের (চেক বাউন্স) ১১৭টি মামলা, দেওয়ানি সংক্রান্ত ১২টি এবং অন্যান্য চারটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

 

এছাড়াও ১৭৭৪টি ব্যাংক ঋণ অনাদায়ী প্রাক মামলা বিরোধ এবং টাটা মোটর ফিনান্স লিমিটেডের ৬৪টি প্রাক মামলা বিরোধ সংক্রান্ত বিষয় জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা হবে।

 

আদালত চতুরে করোনা অতিমারীর জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশিকাগুলি মানা হবে। আদালতের ভেতর এবং বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। লোক আদালতে অংশ নিতে আসা সবার জন্যেই মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।

 

ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন।

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?