Finish: ৩৭৮ দিনের লড়াই শেষ, প্রত্যাহার আন্দোলন, এবার কি বাড়ির পথে আন্দোলনরত কৃষকেরা?

অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। অবশেষে শেষ হল আন্দোলন। টানা ৩৭৮ দিনের লড়াই শেষ হল কৃষকদের। কনকনে শীতকে উপেক্ষা করে একবছর আগে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল দিল্লিজুড়ে, এবার সেই রক্তক্ষয়ী সংগ্রাম শেষ হল।

ইতিমধ্যেই এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন বহু কৃষকের। এমনকী ২৬ তারিখ সাধারণ তন্ত্র দিবসের দিনে লালকেল্লায় কৃষকদের বিরুদ্ধের দেশদ্রোহীতার অভিযোগও ওঠে। লখিমপুর কাণ্ডের ভয়াবহতাও সামনে আসে। তাও পিছিয়ে আসেনি আন্দোলনরত কৃষকরা।

তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন শুরু হয়েছিল একবছর আগে। সম্প্রতি সেই তিন আইন প্রত্যাহার করেছে নরেন্দ্র মোদি সরকার। তখনই আন্দোলনরত কৃষকেরা জানিয়ে দেন, তাদের সমস্ত দাবি মানা হলে ও লিখিতভাবে প্রতিশ্রুতি পাওয়ার পরেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন।

এবার কেন্দ্রের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পেয়ে, সেই সংগ্রামের ইতি টানলেন কৃষকরা। ১১ ডিসেম্বর থেকে ঘরে ফিরবেন কৃষকরা বলে সূত্রের খবর।

 

স্বরাষ্ট্রমন্ত্রকের জোরদার আলোচনার পরেই শেষ পর্যন্ত  রাজধানী দিল্লির সীমান্ত থেকে আন্দোলন প্রত্যাহার করছে বিক্ষোভকারী  কৃষকরা। কেন্দ্রের আশ্বাসের পরই বছরব্যাপী চলা এই আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। এর আগে  সংযুক্ত কিষাণ মোর্চা জানায় যে তাদের ১৪ মাসের  আন্দোলন বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রত্যাহার করবে।

 

কেন্দ্র জানিয়েছে, তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন মারা যাওয়া কৃষকদের পরিবার ক্ষতিপূরণ দেওয়া , সহায়ক মূল্য সহ একাধিক দাবি মেনে নেওয়ার পর এবং সমস্ত আন্দোলন সম্পর্কিত মামলা প্রত্যাহার করা হবে। কেন্দ্রের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছেন কৃষকরা। কয়েকদিন আগেই কৃষকদের পক্ষ থেকে আন্দোলন বন্ধের ইঙ্গিত দেওয়া হয়।

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?