স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর|| আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেছেন দীপক কুমার মজুমদার। বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেন। নতুন আঙ্গিকে পথচলার শুরু করল আগরতলা পুরনিগম। 51 আসন বিশিষ্ট আগরতলা পুর নিগমের সবকটি আসন জয় করে পুর নিগমের দায়িত্ব গ্রহণ করল বিজেপি। পুরো নিগমের মেয়র হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন দীপক কুমার মজুমদার। তিনি এর আগে আগরতলা পৌর পরিষদের পুর পিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাভাবিক কারণেই পুর প্রশাসন পরিচালনা করার মত অভিজ্ঞতা রয়েছে দীপক বাবুর। বৃহস্পতিবার পৌর নিগমের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার। দায়িত্বভার গ্রহণ করার সময় তার সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর নিগমের নবনিযুক্ত মেয়র দীপক কুমার মজুমদার বলেন, বিগত 25 বছরে পুর এলাকার মানুষের চাহিদা পূরণ করতে পারেনি বিগত বামফ্রন্ট সরকার। বর্তমান পুরো নিয়ম এবং সরকার হাতে হাত ধরে পুর এলাকার উন্নয়নে কাজ করবে বলে তিনি পুর এলাকার জনগণকে আশ্বস্ত করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন নর্দমা সাফাই, মশার প্রাদুর্ভাব থেকে রক্ষা, জল নিকাশি ব্যবস্থা, শহর এলাকা পরিচ্ছন্ন রাখা সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সময়মতো সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন স্থানীয় জনগণের সঙ্গে যোগসূত্র স্থাপন করে সমস্যাগুলি খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করা হবে। স্থানীয় মানুষের কি কি জরুরী সমস্যা রয়েছে সেগুলো সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিও সামনে তুলে ধরেন মেয়র।সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে পুরনিগমের নবনিযুক্ত মেয়র বলেন, গতানুগতিক পদ্ধতি পরিবর্তন করে কাজকর্মে স্বচ্ছতা ও কর্মসংস্কৃতি পরিবর্তন করা হবে। পুর এলাকায় বসবাসকারী জনগণের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আনার জন্য যাবতীয় প্রয়াস নেয়া হবে। পৌরনিগমের কোন কর্মচারী বন্ধু জনগণকে অসহযোগিতা পড়লে কিংবা হয়রানি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।দায়িত্বভার গ্রহণ করার পর পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার বলেন,কাউন্সিলর থেকে শুরু করে মেয়র এর সঙ্গে যেকোনো সমস্যা নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোন সাধারণ জনগণও। বর্তমান পুর নিগম পুর নাগরিকদের সঠিক পুর পরিষেবা দিতে বদ্ধপরিকর বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন।