স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৯ ডিসেম্বর|| পানিসাগরের জলাবাসা বাজার সংযোগ সাধনকারী বিভিন্ন গ্রামীণ রাস্তার বেহাল দশা। রাস্তাঘাট সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
উত্তর জেলার পানিসাগর ব্লক এলাকার রাস্তাঘাট গুলি দীর্ঘদিন যাবৎ সংস্কারহীন অবস্থায় ধুঁকছে। রাস্তাঘাট গুলি সংস্কার না করার ফলে রাস্তাতে সৃষ্টি হয়েছে গর্তের। সামান্য বৃষ্টি হলে রাস্তাতে জল দাঁড়িয়ে যাচ্ছে। রাস্তা গুলি বেহাল দশা হবার ফলে গ্রামের কৃষকরা যেমন তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না,তেমনি রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতেও হচ্ছে চরম সমস্যা। স্হানীয় ব্লক এলাকার রাস্তাঘাট গুলি বেহাল দশা হলেও রাস্তাগুলি সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেনা সংশ্লিষ্ট দপ্তর।স্হানীয় ব্লক এলাকার বিভিন্ন গ্রাম রাস্তাঘাট গুলি খুবই বেহাল দশায়। নয়দ্রোন,বত্রিশদ্রোন,দোকান গাঁ, নিন্দটিলা,রৌয়া ও পদ্মবিল এলাকার জনগন বাজার হাট করার জন্য জলাবাসা বাজারে আসতে হয়। উক্ত গ্রাম গুলি থেকে জলাবাসা বাজারে আসার রাস্তাটির অবস্থা খুবই বেহাল। দীর্ঘ পাঁচ থেকে সাত বছর যাবৎ রাস্তাটি সংস্কার করা হয়নি বলে স্হানীয়দের অভিযোগ।রাস্তাটি সংস্কার না করার ফলে রাস্তার পিচ উঠে গিয়ে মাটি বের হয়ে গিয়েছে। রাস্তাতে সৃষ্টি হয়েছে বিরাট বিরাট গর্তের। সামান্য বৃষ্টি হলে রাস্তাতে একহাটু জল দাঁড়ি যায়।তার উপর সম্প্রতি জাওয়াদ ঘূর্ণিঝড়ের টানা ঝিরঝির বৃষ্টির ফলে কর্দমাক্ত গ্রামীণ রাস্তাটি।রাস্তাটি বেহাল দশা হবার কারনে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচলও প্রায় এক প্রকার বন্ধ। তাছাড়া নয়দ্রোন,বত্রিশ দ্রোন,দোকান গাঁ ইত্যাদি গ্রামগুলি মূলত কৃষি নির্ভরশীল গ্রাম। উক্ত গ্রামগুলিতে বিভিন্ন ধরনের শাখ সব্জি উৎপাদন হয়।আর গ্রামের জনগন তাদের কৃষিজাত ফসল বিক্রি করার জন্য জলাবাসা বাজারে নিয়ে আসতে হয়। কিন্তু বর্তমানে রাস্তার বেহাল দশার কারনে যানবাহন কম চলাচল করার ফলে কৃষকরা তাদের কৃষিজাত ফসল বাজারজাত করতে গিয়ে পরিবহন খরচ দ্বিগুণ গুনতে হচ্ছে।তাছাড়াও গ্রাম গুলির জনগনের রোগ ব্যাধি হলে স্হানীয় স্বাস্থ্য কেন্দ্রে আসতে কাশি ঘন্টা বাজে।রাস্তার অবস্থা জরাজার্ণী হবার ফলে রোগিদের হাসপাতালে আনতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রোগির আত্মীয় পরিজনদের। বিশেষত গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে আসতে চরম সমস্যা হচ্ছে।এলাকার জনগন অভিযোগ করে বলেন,বাম সরকারের আমলের শেষ লগ্নে এই রাস্তাটিতে সংস্কার করানো হয়েছিল। কিন্তু এর পর দীর্ঘ পাঁচ থেকে সাত বছর অতিক্রান্ত হলেও আর কোন সংস্কারের নাম নেই।বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে,পথ চলিত জনগনকে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। হচ্ছে নিত্যদিন পথ দূর্ঘটনা।
এছাড়াও পানিসাগর ব্লকাধীন তিলথৈ, বিলথৈ সহ বিভিন্ন গ্রামিন রাস্তা গুলির অসহায় অবস্থা।ব্লক এলাকার বিভিন্ন রাস্তা গুলির অবস্থা বেহাল দশা হলেও পানিসাগর ব্লক কর্তৃপক্ষ রাস্তা গুলি সংস্কারের কোন উদ্যাগ নিচ্ছে না বলে অভিযোগ।ফলে জনমনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।