স্টাফ রিপোর্টার, আমবাসা,৯ ডিসেম্বর|| ধলাই জেলার আমবাসা পুর পরিষদের চেয়ারপারসনকে সেবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন মমতা দাস। বৃহস্পতিবার আমবাসা টাউন হলে আমবাসা পুর পরিষদের 15 জন সদস্য শপথ গ্রহণ করলেন। এদিন নবনির্বাচিত 15 জন সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান আমবাসা মহকুমা শাসক বৈষ্ণবী ভী। আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নেন মমতা দাস এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন গোপাল সূত্রধর।এদিন চেয়ারপারসন অফ কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন সাত জন। বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলাশাসক বলেন যে 15 জন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন তাদেরকে প্রশাসন থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। পৌর পরিষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করে চেয়ারপার্সন মমতা দাস বলেন জনগণের হয়ে কাজ করতে আত্মবিশ্বাসী তিনি।
তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরাকে সামনে রেখে পুর পরিষদের উন্নয়নের জন্য কাজ চলবে।আমবাসা এক পুর পরিষদকে শ্রেষ্ঠ পুর পরিষদ হিসেবে গড়ে তোলা হবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল চরম অবস্থার মধ্য দিয়ে। আমবাসা টাউনহলে সাংবাদিকদের জন্য ছিল না বসার ব্যবস্থা। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্লা দাস বিজেপির ধলাই জেলার প্রভারি যাদব লাল নাথ, সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য, প্রাক্তন পৌর কর্তা চন্দন ভৌমিক সহ অন্যান্যরা।