স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৮ ডিসেম্বর|| আজ উত্তর জেলার পানিসাগর বি এস এফ সেক্টর হেড কোয়াটারে আনুষ্ঠানিক ভাবে ৩ জঙ্গির আত্মসমর্পণ। আরও এক জঙ্গি আআত্মসমর্পণ করলেও পুর্বের একটি মামলা থাকার কারনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যে খুন,সন্ত্রাস, অপহরন অব্যাহত থাকলেও বিগত দিনের ন্যায় বৈরী সন্ত্রাস তেমনটা নেই ।একদিকে কাটা তারের বেড়া, অপর দিকে সীমান্ত এলাকা গুলোতে বিএসএফের কড়া নিরাপওা বেষ্টনীর প্রকোপে বৈরী দ্যৌরাত্ম কমে গেছে।বিগত কয়েক বৎসর যাবৎ রাজ্যের বেশ কয়েকটি স্হানে কখনো বি,এস,এফ,আবার কখনো পুলিশ কার্যালয়ে এসে বৈরীরা আত্মসমর্পণ করছে।তবে সরকার পক্ষও তাদেরকে প্রতিশ্রুতি মোতাবেক পুনর্বাসন দিয়ে স্বাভাবিক জীবন যাপনের শ্রুতে ফিরিয়ে আনতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।আজ উত্তর জেলার পানিসাগরস্হিত সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর হেড কোয়ার্টারে তিন জন জঙ্গি আত্মসমর্পণ করে। জঙ্গির মধ্যে দুই জন এন,এল,এফ,টি,গোষ্ঠীর বিশ্বমোহন গ্রুপের এবং অপর এক জঙ্গি কে,ওয়াই,কে,এল,গোষ্ঠীর। পানিসাগর বি,এস,এফ,সেক্টর হেড কোয়ার্টার সুএে খবর রয়েছে এই তিন জন জঙ্গি বাদেও অপর এক এন,এল,এফ,টি,( বি,এম)জঙ্গিকে
মামলা সংক্রান্ত কারনে ধলাই জেলার মানিক পুর পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।পানিসাগরে আত্মসমর্পণকারি জঙ্গিরা হল বিশ্বমোহন গ্রুপের ক্যাডার দেবা মোহন এিপুরা ওরফে ডম্পাই, ,এবং ক্যাডার পন্কি চান এিপুরা ওরফে বুড়া,এদের দুজনের বাড়ি
ওকিরাম রোয়াজা পাড়া,ইষ্ট গোবিন্দপুর,থানা মানিক পুর,মনুধলাই জেলা।অপরজন কে,ওয়াই,কে,এল,গোষ্ঠীর বিদ্যানন্দ সিং ওরফে বোমছা,,বাড়ি ইম্ফলের পরমপেৎ মহকুমার খুইরাই থাংযম লাইখাই পাড়ায়।এরা তিনজনই আজ সকালে আনুষ্ঠানিক ভাবে পানিসাগর স্হিত বি,এস,এফ,সেক্টর হেডকোয়ার্টারে ডি,আই,জি,রাজীব কুমার দোয়ারএর নিকট আত্মসমর্পণ করে।তবে অপর বৈরী এন,এল,এফ,টি,বিশ্বমোহন গোষ্ঠীর সিপাই শুকু চন্দ্র দেব্বর্মা ওরফে সারং, বাড়ি খোয়াই জেলার মুঙিয়া কামি থানার অন্তর্গত সোন পাড়ায়। আত্মসমর্পণ করলেও বিগত তিন আগষ্ট ২০২১ তারিখে ঘটে যাওয়া ইন্দু বাংলা সীমান্ত এলাকায় আর,সি,নাথ বি,ও,পি,সংলগ্ন এলাকায় ৬৪ নং বি,এস,এফ,এর ডিউটিরত সাব ইন্সপেক্টর বুড়ু সিং এবং কষ্টস্টেবল রাজ কুমার হত্যা এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় তারা সরাসরি জড়িত।তাই আত্মসমর্পণ করলেও ঐ মামলায় জড়িত থাকাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মর্মে আজকের এই আনুষ্ঠানিক আত্মসমর্পণ মঞ্চে উপস্থিত ছিলেন পানিসাগর বি,এস,এফ,সেক্টর হেডকোয়ার্টার ডি,আই,জি,রাজীব কুমার দোয়া ,আগরতলা শালবাগানস্হিত ফন্টিয়ার হেডকোয়ার্টার ডি,আই,জি,এস,কে,সিং।এছাড়াও উপস্হিত ছিলেন কমাডেন্ট কে,এস,শুক্লা ও রাজীব কুমার ,এবং জে,আই,জি,অরুন কুমার ভার্মা।