স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ ডিসেম্বর|| বুধবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির নগরী উদয়পুরে উদয়পুর পুর পরিষদের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান গোমতী জেলার জেলাশাসক রাভেল এইচ কুমার।
বুধবার উদয়পুর পৌর পরিষদের ২৩ জন নব নির্বাচিত সদস্য সদস্যরা সকাল এগারটায় উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে শপথ গ্রহণ করেন।এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারি,বিধায়ক রঞ্জিত দাস, সহকারী সভাধিপতি দেবল দেবরায়,মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, বিশিষ্ট্য সমাজসেবক অভিষেক দেবরায়, প্রবীর দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান গোমতী জেলার জেলা শাসক রাভেল এইচ কুমার।
চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন শীতল চন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন অনুপম চৌধুরী। বক্তারা রাজ্যের উন্নয়নের সঙ্গে মন্দির নগরী উদয়পুরও যাতে নাগরিকদের উন্নয়নে সকল নির্বাচিত সদস্য সদস্যরা কাজ করেন সেই দিকে নজর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।সততা ও নিষ্ঠার সাথে সকলে মিলে উদয়পুরকে সাজিয়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। উদয়পুর পুর পরিষদ এলাকা তে উন্নয়নের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য নব নির্বাচিত পুর পিতা সহ অন্যান্য সকল পদাধিকারী ও সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিল হল ভর্তি লোকজন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।