স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ডিসেম্বর|| অচিরেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত। বুধবার সকাল থেকেই শীতের আগমনী বার্তা পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা গেছে রাজধানী আগরতলা শহরের রাস্তাঘাট।বৃষ্টি শেষ হতে না হতেই রাজধানী আগরতলা শহর ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন। মেঘলা আকাশ। কুয়াশায় চারিদিক ঘেরা। রাস্তাঘাটও অন্যান্য দিনের তুলনায় নীরব।
সাধারণ জনগণকেও অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা এবং কুয়াশার কারণে খুব কম দেখা যায়। প্রাতঃভ্রমণ কারীরা জানান আকাশে মেঘ কেটে যাওয়ায় খানিকটা ঠান্ডা অনুভূত হচ্ছে। মেঘ কেটে যাওয়ার পাশাপাশি কুয়াশার চাদরে ঢেকে গেছে ওটা রাজধানী আগরতলা শহরের রাস্তাঘাট। সকালে যে সব ছোটখাটো যানবাহন বের হয়েছে রাস্তায় সেগুলো আলো জ্বালিয়ে চলাচল করেছে।
প্রাতঃভ্রমণকারী অনেকেরই বক্তব্য অন্যান্য বছরের তুলনায় এই সময়ে শীত অনেকটাই কম। তবে ঘন কুয়াশা জানান দিচ্ছে অচিরেই শীত জাঁকিয়ে পড়বে। শীতের আনন্দ উপভোগ করতে অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যের মানুষজন। মেঘ কেটে গিয়ে ঝাপিয়ে পড়তে শুরু করেছে রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের প্রায় সর্বত্রই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যে প্রচন্ড শীত অনুভূত হবে।