Tepania: ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চারজনকেই আটক

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ ডিসেম্বর|| টেপানিয়া ইকো পার্ক এলাকায় ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চারজনকেই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ। গত  ২০ নভেম্বর পতিছড়ি মেলা থেকে ভোর রাতে  স্বামী-স্ত্রী নিজ বাইকে করে বাড়ি ফেরার সময়  স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে যায় দুস্কৃতিকারীরা।

মহিলাকে ধর্ষণ করে  টেপানিয়া ইকো পার্ক এলাকায় ফেলে দিয়ে যায় ধর্ষণকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, কিল্লা জলেমার বাসিন্দা স্বামী স্ত্রী  পতিছড়ি মেলা থেকে ভোর রাত্রিবেলায় বাইকে করে বাড়ি ফেরার সময়  উদয়পুর টেপানিয়া এলাকায় আসতেই তাদের পেছনে থাকা একটি অলটো গাড়ি করে আসা তিন জন মিলে প্রথমে তাদের বাইকে ধাক্কা মারে।তৎক্ষনাত তার স্ত্রী বাইক থেকে ছিটকে পড়ে যায়। স্ত্রীকে বাঁচাতে গিয়েছিল স্বামী।তখনই স্বামীকে এলোপাথারী  মেরে রাস্তায় ফেলে দিয়ে স্ত্রীকে নিয়ে যায় দুস্কৃতিকারীর দল l এমনটাই অভিযোগ করেছেন  স্বামী l পরবর্তী সময়  রাধাকিশোর পুর থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনার তদন্তে নামে। প্রথমে টেপানিয়া এলাকার গ্যাস গোডাউন রোড এলাকা থেকে তার স্ত্রীকে উদ্ধার করে পুলিশ।  আক্রান্ত ও ধর্ষিতা মহিলাকে উদয়পুর মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে সোনামুড়া থেকে পুলিশের আপ্রাণ চেষ্টায় তিন  দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে পারলেও মূল অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।

রাব্বান আলী,  সাদ্দাম হোসেন, তাজুর ইসলাম নামে এই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের আদালতে তুলে রিমান্ডে নেওয়া হয়।অন্যদিকে  শনিবার সোনামুড়া মহকুমা পুলিশ অধিকারীর বনোজ বিপ্লব দাস এবং ওসি নন্দন দাস এর নেতৃত্বে গোপন সূত্রের খবরের মাধ্যমে মূল অভিযুক্ত শামিমান হোসেন ওরফে নয়নকে গ্রেফতার করে ভোলামুড়া এলাকা থেকে। তার বাড়ি সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া। ,  রাতেই অভিযুক্তকে  রাধাকিশোর পুর থানার পুলিশ এর হাতে তুলে দেওয়া হয়।  জানা যায়,তারা শুধু কিডন্যাপ নয়,  গরু চুরি থেকে শুরু করে রাজ্যের অনেক জায়গার বাইক চুরি, স্বর্ণের চেইন  ছিনতাই,  বাড়ি লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে  জড়িত l

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?