অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর|| পূর্ব আফ্রিকায় পৌঁছে গেল করোনার নতুন ধরন ওমিক্রন। উগান্ডায় ১১ জন রোগীর শরীরে শনাক্ত হয়েছে এ ভ্যারিয়েন্ট।
মঙ্গলবার এক ঘোষণায় দেশটি এ খবর নিশ্চিত করে।
উগান্ডার মেডিকেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে এন্তেবে বিমানবন্দরে আসা যাত্রীদের পরীক্ষা শেষে এসব রোগী শনাক্ত হয়।
দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রথম শনাক্তের পর এটি এখন বিশ্বের প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে। দ্রুত ছড়িয়ে পড়া করোনার এ ধরন নিয়ে পুরো বিশ্বেই আতঙ্ক তৈরি হয়েছে।
বিভিন্ন দেশে করোনা নিয়ন্ত্রণে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়।
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় এ পর্যন্ত এক লাখ ২৭ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে তিন হাজার ২৫৮ জন।
সাড়ে চার কোটি জনসংখ্যার দেশটিতে মাত্র ৭.৬ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে।