স্টাফ রিপোর্টার, কিল্লা, ৮ ডিসেম্বর|| কিল্লার রাইয়াবাড়িতে বুধবার সকাল থেকে পথ অবরোধ করে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। বেহাল রাস্তা ঘাটের সংস্কার বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে তারা মূলত পথ অবরোধের শামিল হন।
বুধবার উদয়পুর কিল্লার রাইয়াবাড়িতে পথ অবরোধ করে বিদ্যালয়ের ছাএছাএী থেকে শুরু করে এলাকাবাসি।পথ অবরোধকারিদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাইয়াবাড়ি এলাকায় বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা। পাশাপাশি বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের।এনিয়ে গত কয়েক মাস আগে কিল্লা সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছে রাইয়াছড়া পাড়া সিনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে দাবি জানিয়ে অবিলম্বে এসব সমস্যা সমাধানের অনুরোধ করা হয়েছিল। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য দপ্তরের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
শেষ পর্যন্ত বাধ্য হয়েই স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পথ অবরোধে আন্দোলনে শামিল হন। পথ অবরোধের খবর পেয়ে কিল্লা থানার পুলিশ এবং কিল্লা ব্লকের বিডিও ঘটনাস্থলে ছুটে আসেন। কিছুক্ষণ পথ অবরোধ চলার পর কর্তৃপক্ষের আশ্বাসের পরিপেক্ষিতে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধের ফলে দুই দিকে প্রচুর সংখ্যক যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এলাকাবাসী জানিয়েছেন সরকার ও প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়ে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় তারা বাধ্য হয়েই অতপ্রোত আন্দোলনে সামিল হয়েছেন।