অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর|| হামাসকে আটকাতে গাজা সীমানায় ৬৫ কিলোমিটারের লোহার দেওয়ার তৈরির কাজ শেষ করেছে ইসরায়েল। মাটির তলাতেও দেয়াল দেওয়া হয়েছে।
২০১৬ সালে দেয়াল তৈরির কথা ঘোষণা করে ইসরায়েল। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজার সীমানায় দেয়াল তৈরির কাজ শেষ হয়েছে।তিনি বলেন, ‘এবার দক্ষিণ ইসরায়েলের মানুষ সুরক্ষিত থাকবেন। ’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শুধু মাটির ওপর নয়, মাটির নিচেও তৈরি হয়েছে দেয়াল। সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। দেয়ালের ধারে তৈরি হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এর ফলে সুড়ঙ্গ ব্যবহার করেও হামাস ইসরায়েলে প্রবেশ করতে পারবে না।
২০০৭ সাল থেকে গাজা হামাসের দখলে। এ গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েল ‘সন্ত্রাসী’ বললেও স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়।
হামাস গাজা নিজেদের হাতে নেওয়ার পরে ইসরায়েলের সঙ্গে চারবার সরাসরি সংঘর্ষ হয়েছে। শেষ সংঘাত হয়েছে গত মে মাসে।এ ছাড়া ছোট ছোট সংঘর্ষ লেগেই থাকে। প্রথম সংঘর্ষে না পারলেও দ্বিতীয় সংঘাতে টানেল ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করতে পেরেছিল হামাসের যোদ্ধারা। এরপরই দেয়াল তৈরির ঘোষণা দেয় ইসরায়েল।