অনলাইন ডেস্ক,৮ ডিসেম্বর|| ইনিংসের প্রথম বলেই ইংলিশ ওপেনার রোরি বার্নসের স্টাম্প উপড়ে ফেললেন মিচেল স্টার্ক। সেই শুরু অস্ট্রেলিয়ান পেসারদের আক্রমণ।
গ্যাবার ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে শুরু করে হতাশই হতে হলো ইংলিশদের। অজি পেসারদের সামনে ক্ষতবিক্ষত ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৪৭ রানে।অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকে দারুণ সফল প্যাট কামিন্স। ৩৮ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সব উইকেটই নিয়েছেন অজি পেসাররা। তার মধ্যে স্টার্স ও জশ হ্যাজলউড ভাগাভাগি করেছেন দুটি করে উইকেট। বাকি শিকারটি ক্যামরুন গ্রিনের।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান এসেছে উইকেটরক্ষক জশ বাটলারের ব্যাট থেকে। ওলি পোপ করেছেন ৩৫ রান। পঞ্চম উইকেট হারানোর পর ৫২ রানের জুটি গড়েন এই দুজন।
সফরকারীদের দ্রুত অলআউট করলেও প্রথম ইনিংস শুরু করা হয়নি অস্ট্রেলিয়ার।
প্রথমদিনের বাকি সময় চলে গেছে বৃষ্টির পেটে।