অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর|| ম্যাচের মাত্র ৭ মিনিটের মধ্যে জোড়া গোল আদায় করলেন কিলিয়ান এমবাপ্পে। গড়লেন রেকর্ড। পরে লিওনেল মেসিও করলেন জোড়া গোল। সুবাদে চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজকে উড়িয়ে দিল ফরাসি ক্লাব পিএসজি।
মঙ্গলবার ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে ৪-১ গোলে জয় তুলে নেয় পিএসজি। আগেই নকআউটের টিকিট নিশ্চিত হয়েছিল তাদের। ৬ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে তারা।
অন্য ম্যাচে লাইপজিগের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি।
এমবাপ্পের নৈপুণ্যে পিএসজি শুরুতেই ক্লাব ব্রুজকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ২ ও ৭ মিনিটে গোল আদায় করেন ফরাসি তারকা। সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে ৩০ গোলের রেকর্ড এখন তার দখলে।
এদিনের জোড়া গোলে ইউরোপের সবচেয়ে বড় এই আসরে এমবাপ্পের গোল সংখ্যা এখন ৩১। ২২ বছর ৩৫২ দিন বয়সে এই কীর্তি তার।তিনি ভাঙলেন মেসির রেকর্ড। মেসি ২৩ বছর ১৩১ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।এমবাপ্পের কাছে রেকর্ড হারানোর পর আলো ছড়ান মেসিও। ৩৬ মিনিটে মেসি ব্যবধান ৩-০ করেন। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন আর্জেন্টাইন তারকা। ফলে ৪-০ তে লিড পায় মৌরিসিও পচেত্তিনোর দল।
রেকর্ড হয়েছে মেসিরও। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ৩৮টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন মেসি, বসলেন ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে। চলতি আসরে পাঁচ ম্যাচে মেসির গোল হলো ৫টি। চ্যাম্পিয়নস লিগে তার মোট গোল হলো ১২৫।
৬৮ মিনিটে ক্লাব ব্রুজের পক্ষে সান্ত্বনার গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার মাটস রিটস।