হাতাহাতি-লাল কার্ডের ম্যাচ জিতে শেষ ষোলোয় অ্যাতলেতিকো, মিলানের বিদায়

অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর|| এবারের চ্যাম্পিয়নস লিগের ‘ডেথ অব গ্রুপে’ পড়েছিল লিভারপুল, এসি মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ ও পোর্তো।

 

লিভারপুল আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছিল। তবে রানার-আপ হয়ে অলরেডদের সঙ্গী কে হচ্ছে তার জন্য অপেক্ষা করতে হলো গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।  বাকি তিন দলেরও সম্ভাবনা ছিল পরের রাউন্ডে যাওয়ার।

 

সেই অভিযানে সফল অ্যাতলেতিকো। পোর্তোর বিপক্ষে হাতাহাতি ও তিন লাল কার্ডের ম্যাচে শেষ হাসি হাসল দিয়েগো সিমিওনের দল। পর্তুগাল সফরে ৩-১ ব্যবধানে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।  দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের ব্যবধানে ম্যাচটিতে ৬ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। আর শেষ ৫ মিনিটে ছিল ৩ গোলের রোমাঞ্চ। পুরো ম্যাচে দুর্দান্ত ছিলেন গ্রিজম্যান। এক গোল করার পাশাপাশি অ্যাতলেতিকোর পরের দুই গোলেও অবদান রাখলেন ফরাসি ফরোয়ার্ড।

দলের প্রথম গোলের পর ৬৭তম মিনিটে কনুই দিয়ে গুঁতো মেরে লাল কার্ড দেখেন অ্যাতলেতিকো কারাসকো। এর দুই মিনিট পর কোরেয়াকে গলায় কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড পান পোর্তোর ওয়েনডেল।

এরপর কেবল মাঠে নয়, হাতাহাতি লেগে যায় দুই দলের ডাগআউটের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যেও। রেফারি লাল কার্ড দেখান পোর্তোর আরেক খেলোয়াড় ও সহকারী কোচকে।অতিরিক্ত সময়ে পরপর দুই গোল করে অ্যাতলেতিকো। একেবারে অন্তিম মুহূর্তে একটি গোল শোধ দেয় ৯ জনের পোর্তো।শেষ পর্যন্ত পর্তুগালে স্বস্তির জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে অ্যাতলেতিকো। চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ড হাতছাড়া করা পোর্তোর জন্য সান্ত্বনা, ইউরোপা লিগে খেলতে পারবে তারা।

অন্যদিকে লিভারপুলের বিপক্ষে হেরে স্বপ্ন বিসর্জন দিয়েছে মিলান। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে অলরেডদের বিপক্ষে জিততেই হতো রোজোনেরিদের। কিন্তু উল্টো ঘরের মাঠ সান সিরোতে ২-১ ব্যবধানে হেরেছে মিলান।

গ্রুপের পয়েন্ট তালিকায় সবার শেষে থাকায় ইউরোপা লিগেও জায়গা হচ্ছে না সাতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের। আগেই শেষ ষোলোর টিকিট কেটে ফেলা ইউর্গেন ক্লপের দল ‘বি’ গ্রুপে জয় পেয়েছে সব ম্যাচেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?