স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করতে ত্রিপুরার সাত জনের একটি বিধায়ক দল গুজরাট পাড়ি দিয়েছেন৷ সোমবার একজন আইপিএফটি এবং ৬ জন বিজেপির বিধায়ক আগরতলা থেকে দিল্লি হয়ে গুজরাটে পৌঁছেছেন৷
বিধায়ক দলের সদস্যরা গুজরাটের বিমান ধরার আগে দিল্লির শাস্ত্রী ভবনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন৷ এরপর সন্ধ্যার বিমানে দিল্লি থেকে উড়ে গিয়েছেন গুজরাটে৷ প্রতিনিধি দলে রয়েছেন বিধায়ক রামপদ জমাতিয়া, বীরেন্দ্র কিশোর দেববর্মা, কৃষ্ণধন দাস, বিপ্লব ঘোষ, পরিমল দেববর্মা, প্রমোদ রিয়াং এর প্রশান্ত দেববর্মা৷
প্রতিনিধি দলের মধ্যে বিধায়ক প্রশান্ত দেববর্মা আইপিএফটি দলের বিধায়ক৷ বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা দিল্লি বিমানবন্দরে গুজরাটের বিমান ধরার আগে টেলিফোনে প্রতিবেদককে জানান, আগামী ১১ ডিসেম্বর তারা রাজ্যে ফিরে আসবেন৷
ত্রিপুরা সরকারের উদ্যোগে তাদের গুজরাটে পাঠানো হয়েছে৷ গুজরাটের বিভিন্ন গ্রাম শহর নগর পরিক্রমা করবেন এবং সেখানকার জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে উন্নয়নমূলক ইস্যুতে কথাবার্তা বলবেন৷ এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করবেন৷
সেই লক্ষ্যেই ত্রিপুরা সরকার তাদের গুটরাটে পাঠিয়েছেন৷ এছাড়া আগরতলা থেকে দিল্লি বিমানবন্দরে নেমে তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত করেন৷