অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে সোমবার। দ্বিতীয় টেস্ট জিতে নিয়ে সিরিজও নিজেদের করেছে স্বাগতিক ভারত। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি ছবি টুইট করেছে। যা হৃদয় ছুঁয়ে গেছে ক্রিকেট ভক্তদের।
ভারতের অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা এবং নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল এবং রাচিন রবীন্দ্রকে এক ফ্রেমে বন্দী করা হয়েছে।
চার ক্রিকেটারকে এমনভাবে দাঁড় করানো হয়েছে, যাতে তাদের জার্সিতে লেখা নামগুলো মিলে দুই ক্রিকেটারের নাম তৈরি হয়েছে। ‘অক্ষর প্যাটেল-রবীন্দ্র জাদেজা’।
বাঁ-দিক থেকে প্রথমে দাঁড়িয়ে ছিলেন অক্ষর প্যাটেল (তার জার্সিতে লেখা তার নাম অক্ষর)। অক্ষরের পরেই দাঁড়ান আজাজ প্যাটেল (তার জার্সিতে লেখা তার পদবি প্যাটেল)। এরপর দাঁড়ান রাচিন রবীন্দ্র (তার জার্সিতে লেখা তার নাম রবীন্দ্র)। তার পাশে দাঁড়ান রবীন্দ্র জাদেজা (তার জার্সিতে লেখা তার পদবি জাদেজা)।
ঘটনাচক্রে চার ক্রিকেটার পাশাপাশি দাঁড়িয়ে ভারতের দুই ক্রিকেটারের নামই প্রতিষ্ঠিত হয়েছে- অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। ছবিটি প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
বিরাট কোহলির দল মুম্বাই টেস্ট ৩৭২ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে।