Farmers: অকাল বর্ষণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন তেলিয়ামুড়ার সবজি চাষিরা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুরা, ৭ ডিসেম্বর|| অকাল বর্ষণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন তেলিয়ামুড়া বিস্তীর্ণ অঞ্চল এর সবজি চাষিরা। তাদের মাথায় বাজ পরার উপক্রম। ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার মুখাপেক্ষী। জাওয়াদের প্রভাব আছড়ে পড়ল গোটা ত্রিপুরা জুড়ে। যার ফলে ৭২ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টির কারণে তেলিয়ামুড়া মহকুমার কৃষককূল সর্বস্বান্ত। কৃষকদের উৎপাদিত ফসল বিশেষ করে শীতকালীন সব্জি যেমন বেগুন, বাঁধাকপি, ফুলকপি, আলু, গাঁজর সহ বিভিন্ন শাক সব্জি  কৃষি খেতেই পচন ধরছে। বিশেষ করে শীতকালীন ফসল বেগুনে পচন ধরে মাঠেই নষ্ট হচ্ছে। যার ফলে কৃষকরা সর্বস্বান্ত হয়ে পড়ছে।

তেলিয়ামুড়া মহাকুমার বাইশঘড়িয়া এলাকাটি মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকার বেশিরভাগ মানুষজন কৃষি কাজের উপর নির্ভর করে নিজেদের সংসার প্রতিপালন করে আসছে দীর্ঘদিন ধরে।এ প্রসঙ্গে বলতে গিয়ে বাইশঘড়িয়া এলাকার  এক কৃষক জানান, বিগত প্রায় কুড়ি বছর পর এমন ক্ষতির সম্মুখীন হয়েছে এই এলাকার কৃষকরা। যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে করে প্রায় তিন থেকে চার বছর লেগে যাবে ঘুরে দাঁড়াতে ।অপরদিকে আরেক কৃষক জানিয়েছেন, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, আলু, গাঁজর সহ বিভিন্ন শীতকালীন সব্জির ক্ষতি হয়েছে অসময়ে অবিরাম বৃষ্টির কারনে তেলিয়ামুড়া মহকুমার  বাইশঘড়িয়া সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের কপালে বর্তমানে চিন্তার ভাঁজ। কারণ তাদের  একমাত্র রুজি-রুটির মাধ্যম কৃষিকাজ। তারা বর্তমানে কি করবে তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না।  রাজ্য সরকার সহ কৃষি দপ্তর অসহায় হতদরিদ্র কৃষকদের প্রতি যদি কৃপা দৃষ্টি প্রদান করে তবে উপকৃত হবে কৃষককূল এমনটাই অভিমত তাদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?