অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর যে বাতিল হচ্ছে না, তা বিসিসিআইয়ের এজিএমের পরেই জনিয়ে দিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ।
তবে সিরিজের সূচি পরিবর্তনের বিষয়টি একরকম নিশ্চিত ছিল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এবার সেই পরিবর্তিত সূচি ঘোষণা করা হলো।
নতুন সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট ও সমান সংখ্যাক ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।
বক্সিং ডে টেস্ট (২৬ ডিসেম্বর) দিয়ে শুরু হবে ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। পরে ৩ ও ১১ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের বাকি দুটি টেস্ট। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯, ২১ ও ২৩ জানুয়ারি।
বক্সিং ডে টেস্ট আয়োজিত হবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে। দ্বিতীয় টেস্ট হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। কেপ টাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে পার্লের বোল্যান্ড পার্কে। তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে কেপ টাউনে।