স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ডিসেম্বর।। আগামী ৯-১০ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞাভবনে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ‘ডেষ্টিনেশন ত্রিপুরা-ইনভেষ্টমেন্ট সামিট- ২০২১’। দুইদিন ব্যাপী এই সামিটে রাজ্যের এবং বহিরাজ্যের প্রায় ১০০ এর উপরে ছোট বড় শিল্পপতিগণ উপস্থিত থাকবেন।
আজ সচিবালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি জানান, রাজ্যের সার্বিক উন্নয়নে শিল্পের বিকাশ প্রয়োজন। এই উদ্দেশ্য সামনে রেখেই এই সামিটের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, রাজ্যে এখন শিল্পের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তাই রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। মন্ত্রী আশা ব্যক্ত করেন শিল্পের বিকাশের মাধ্যমেই ত্রিপুরার সার্বিক বিকাশ সম্ভব। শিল্পের বিকাশ ঘটলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ড. পি কে গোয়েল, দপ্তরের অধিকর্তা টি কে চাকমা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ত্রিপুরা রাজ্য কমিটির চেয়ারম্যান সুজিৎ রায়।