স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ ডিসেম্বর|| তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে রূপকার সরকারকে। তিনি ছিলেন পূর্ববর্তী ভাইস চেয়ারম্যান। রূপক সরকারকে তেলিয়ামুড়া পুরো পরিষদ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করায় স্থানীয় জনমনে খুশির হাওয়া বইছে।তেলিয়ামুড়া পুর পরিষদের ৭নং ওয়ার্ডে বিজেপি দলের হয়ে তিনি নির্বাচিত হয়েছেন। রূপক সরকার তেলিয়ামুড়া পুর পরিষদের বিদায়ী ভাইস-চেয়ারম্যান। তিনি সাধারণ মানুষের উন্নতিকল্পে ভাইস-চেয়ারম্যান থাকাকালীন সময়ে বহু জনকল্যাণকর কাজ করে গেছেন। উনি উনার ওয়ার্ডবাসীদের উন্নয়নেও নিরলস কাজ করে গেছেন।এদিকে পুর পিতার সদ্য দায়িত্ব পাওয়া রূপক সরকার একান্ত সাক্ষাৎকারে জানান,, আগামী দিনে উন্নয়নের জোয়ারে ভাসবে গোটা তেলিয়ামুড়া শহর। বিশেষ করে পৌরবাসীদের পানীয় জলের সমস্যা নিরসন, অধুনা মোটর স্ট্যান্ড এবং তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটকে বৈদ্যুতিক চুল্লিতে রূপান্তরিত করা হবে। তবে সদ্য পৌর পিতার দায়িত্ব পাওয়ার পর তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় সহ দলের নিষ্ঠাবান কার্যকর্তাদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।রূপক সরকার তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা হিসেবে নিযুক্ত হওয়াই খুশির হাওয়া বইছে গোটা তেলিয়ামুড়া জুড়ে।