ভঙ্গুর রাস্তায় জল জমে যাতায়াত কষ্টকর

স্টাফ রিপোর্টার,কিল্লা,৭ ডিসেম্বর|| গত দুদিনের বৃষ্টিতে কিল্লা এলাকার রাস্তাঘাট বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ভঙ্গুর রাস্তায় জল জমে যাতায়াত কষ্টকর হয়ে উঠেছে। দ্রুত কিল্লা এলাকার রাস্তাঘাট সংস্কারের জন্য স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। গত দুই দিনের সামান্য বৃষ্টিতে কিল্লা এডিসি এলাকার বিভিন্ন এলাকায় রাস্তার অবস্থা। বেহাল  অবস্থার জন্য জল জমে আছে। বিশেষ করে কিল্লা এডিসি এলাকার তৈরুপা বাড়ি,মৈথুলং বাড়ি সহ বিভিন্ন এলাকার রাস্তায় জল জমে আছে। ফলে এই রাস্তা দিয়ে মানুষ  হাঁটা চলা যেমন কষ্টকর, ঠিক তেমনি গাড়ি,দ্বিচক্রযান চলাচল করা খুবই কষ্টকর।অপর দিকে তৈরুপা বাড়ি এলাকার কনিষ্ঠ মোহন জমাতিয়া জানান, যখন ভোট আসে তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে পায়ে ধরে দাদু, কাকু,মামা বলে ভোট চায়।তখন সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়ে যায়।আর ভোট শেষ হলে সব ভুলে যায়।  আক্ষেপ করে কনিষ্ঠ মোহন আরো বলেন,এলাকায়  বিদ্যুৎ নেই,খাওয়ার জন্য পানীয় জল নেই।বহুবার দপ্তরের আধিকারিকদের জানিয়েও কিছুই লাভ হচ্ছে না। রাস্তা গুলির বেহাল অবস্থার জন্য গাড়ি  সহ  দ্বিচক্র যান বাহন চলাচল করা খুবই  কষ্ট সাধ্য।এমন কি গর্ভবতী মায়েদের  চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্টসাধ্য হয়ে উঠে।বহুবার এডিসি প্রশাসন থেকে শুরু করে  সমষ্টি উন্নয়ন আধিকারিক, পূর্ত দপ্তরে জানিয়েও কিছুই কাজ হচ্ছে না।এলাকাবাসির দাবি  অতিসত্বর কিল্লার বিভিন্ন এডিসি এলাকায় রাস্তাঘাট মেরামতি করে চলাচলের জন্য ব্যবস্থা করে দেবার।পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করা,পানীয় জলের  ব্যবস্থা করার জন্য দাবি  জানিয়েছেন এলাকাবাসী।

এসব দাবি পূরণে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা এগিয়ে না আসলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। আর তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি ঘটে প্রশাসনকেই এজন্য দায়ী থাকতে হবে বলেও তারা জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?