স্টাফ রিপোর্টার, আমবাসা,৭ ডিসেম্বর|| এক পশলা বৃষ্টিতেই ধলাই জেলার আমবাসা জাতীয় সড়কের জল নিষ্কাশনের ড্রেইন ভেঙ্গে তলিয়ে গেল। তাতে সমস্যা আরো চরম আকার ধারণ করেছে।
আমবাসা বাজারের জাতীয় সড়কের পাশে চলছে জল নিষ্কাশন এর ড্রেইনের কাজ। বিগত চার মাস ধরে চলছে এই কাজ। এই ড্রেইনের কাজের ফলে ব্যবসায়ীদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অনেক ব্যবসায়ীদের দোকানে চলাচল করার মত ব্যবস্থা নেই। ড্রেইন কেটে দোকানে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে রয়েছে। যার ফলে ব্যবসায়ীরা চাইছে অতিসত্বর কাজটি সম্পন্ন হোক। কিন্তু কাজ চলছে অতি নিম্নমানের। এন এইচ ডি সি এল এই কাজের দায়িত্বে রয়েছে। দায়িত্বপ্রাপ্ত ও সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা কষ্টকর হয়ে উঠেছে। যার ফলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে ব্যবসায়ীরা কথা বলতে পারছে না। সোমবার ও মঙ্গলবার দিনভর হালকা বৃষ্টির ফলে ড্রেইনের অর্ধেক অংশ ভেঙে পড়েছে। তাতে সমস্যা আরো চরম আকার ধারণ করেছে।যার ফলে ক্ষোভ দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে। আমবাসা বাজার কমিটির সেক্রেটারি অমৃতা রায় জানায় বৃষ্টির ফলে ড্রেইনের অনেকটা অংশ ভেঙে গেছে, ড্রেইনের রড গুলি আরোও মজবুত করা দরকার ছিল। মহকুমা শাসক এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা কাজ তদারকি করলেও কাজের গুণগত মান বজায় রাখা হয়নি বলে অভিযোগ। আগরতলার মানব দেব নামে এক ঠিকাদার কাজের দায়িত্বে রয়েছে। কিন্তু ঠিকাদার বাবু কাজটি অতি নিম্নমানের করিয়ে যাচ্ছেন। কাজের জায়গায় উনাকে পাওয়া যায় না বলেও অভিমত ব্যবসায়ীদের। এদিকে এ কাজটি শুরুতে পরিদর্শন করেছিলেন বিধায়ক পরিমল দেববর্মা।তিনি বলেছিলেন আমবাসাবাসীর দীর্ঘদিনের সমস্যা জল নিষ্কাশন।, তাই এই সমস্যা সমাধানের জন্য জল নিষ্কাশন এর ব্যবস্থা করা হচ্ছে।