Deputation: পুলিশ সুপারকে ডেপুটেশন দিল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। খয়েরপুরে সমীরণ করের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন দিল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই৷

গত ২ ডিসেম্বর সন্ধ্যা রাতে ভিড়বহুল খয়েরপুর বাজারে শাসক দলের চিহ্ণিত সন্ত্রাসীরা খয়েরপুর বাম যুব সংগঠনের নেতা সমীরণ করের উপর হামলা করেছিল৷

তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়৷ এবং অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে চলে যায় হামলাকারীরা৷ পরবর্তীকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে জিবি হসাপাতালে পাঠানো হয়৷ সমীরণ কর এখনো জিবি হাসপাতালে ভর্তি আছেন৷

ঘটনার পরে অভিযুক্তদের নামধাম জানিয়ে বোধজংনগর থানায় মামলা করেন সমীরণ করের পরিবার৷ পুলিশ ঘটনার মামলা নিলেও আজ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ থানা পুলিশের ভূমিকায় ক্ষোভ জানিয়ে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার পুলিশ সদর দপ্তরে গিয়ে ডেপুটেশন দেয় বামপন্থী যুব সংগঠন৷

যুব নেতা নবারুণ দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় পশ্চিম জেলা সুপারের সঙ্গে দেখা করেন এবং ঘটনা বিস্তারিত জানিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান৷

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?