স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। সদ্য পুর ও নগর নির্বাচনে জয়ী হয়ে সোমবার চেয়ারম্যানদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি৷ রাজ্যের পুর ও নগর পঞ্চায়েতগুলির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় সোমবার৷ এটা ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় সাফল্য৷ এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানায় ভারতীয় জনতা পার্টি৷ এর জন্য বিজয় উৎসব দেশের বিভিন্ন রাজ্যে পালন করা হয়েছে৷
এটা রাজ্যের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়৷ দেশের সমস্ত রাজ্য থেকে ত্রিপুরা জয়ে আপ্লুত এবং শুভেচ্ছা জানায়৷ সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলির চেয়ারম্যানের নাম ঘোষণা করে এ কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি ডা. মানিক সাহা৷
তিনি বলেন, আগরতলা পুর পরিষদের মেয়র হিসেবে নির্বাচিত করা হয় দীপক মজুমদার, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় প্রদ্যুৎ দে সরকার, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিশ্বজিৎ দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন চপলা দেবরায়, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মমতা দাস, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন স্বপ্ণা মজুমদার বৈদ্য, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নিখিল চন্দ্র গোপ, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শীতল চন্দ্র মজুমদার, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অনামিকা ঘোষ, বিশালগড় পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অঞ্জন পুরকায়স্থ, রানিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অপর্ণা শুক্লা দাস, মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন অনিতা দেবনাথ, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন দেবাশিষ নাথ শর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন রূপক সরকার৷
https://www.facebook.com/BJP4Tripura/videos/894117841465911/
নগর পঞ্চায়েতগুলির মধ্যে পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হন রামা পোদ্দার দে, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হন রতন কুমার দাস, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হন সারদা চক্রবর্তী, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হন বিকাশ সাহা৷ বাকি পুর চেয়ারম্যান ও ডেপুটিদের নাম পরবর্তী সময় ঘোষণা করা হবে৷ আগামী ৮ এবং ৯ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান৷ ৮ ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷
শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ যদি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারেন তাহলে পরবর্তী সময়ে বড় আকারের যখন অনুষ্ঠান করা হবে তখন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব৷ বিশেষ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে৷
এ জয় জনগণের জয়, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের জয় বলে জানান মানিক সাহা৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রভারী বিনোদ সোনকর, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, আইনমন্ত্রী রতন লাল নাথ সহ সমস্ত কাউন্সিলর এবং নবনির্বাচিত মেয়র, চেয়ারম্যানরা৷