অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। ফের একটা টেস্ট সিরিজ জয় ভারতের। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ১১ নম্বর টেস্ট সিরিজ জিতল মুম্বইয়ে। আর এই জয়কে একটু অন্য চোখেই দেখছেন দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়– ‘গত পাঁচ বছরে ভারত টেস্ট ক্রিকেটের ‘অ্যাম্বাসাডর’ হয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে টেস্টের Ranking শীর্ষস্থানও ফের দখল করে নিয়েছে।
শাস্ত্রী বলছেন– ‘যদি কোনও দল গত পাঁচ বছরে বিশ্ব ক্রিকেটের অ্যাম্বাসাডর হয়ে থাকে– তাহলে সেটা বর্তমান ভারতীয় ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে বিরাট যুগ চলছে। আর ওরা যেটা করছে– সেটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। কারণ আইপিএলের চেয়েও কম ওয়ান ডে ক্রিকেট ভারত খেলেছে।’
সঙ্গে শাস্ত্রীর সংযোজন– ‘যদি আপনি এই দলের যে কোনও ক্রিকেটারকে জিজ্ঞাসা করেন তারা এটাই বলবে। তারা টেস্ট ক্রিকেটকেই বেশি ভালোবাসে। গত পাঁচ বছরে ভারতীয় টিম যা করেছে। তাতেই এক নম্বর স্থানটা ধরে রাখতে সমর্থ হয়েছে। প্রতি বছরের শেষেই ভারত টেস্ট ক্রিকেটে এক নম্বরে উঠে পড়ে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিল ভারত। শাস্ত্রী তাই আফশোস করে বললেন– ‘হতে পারে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছি কিন্তু গত পাঁচটা বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটকে শাসন করেছি।’ শাস্ত্রী বলছেন ‘অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় ইংল্যান্ডে সিরিজে এগিয়ে যাওয়াবিশ্বের যে কোনও প্রান্তে তা সে ঘরে হোক বা বাইরে– লাল বলের ক্রিকেটে ভারত একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে।
যেটা উল্লেখযোগ্য বিষয়। আমার তো মনে হয় এই দলটা দারুণ ঐতিহ্যশালী। এই দলে যারা ক্রিকেট খেলছেন তারা রীতিমতো টেস্ট ক্রিকেটকে একটা দারুণ পর্যায়ে নিয়ে চলে গিয়েছেন।’