Corona: রাজ্যে ১০ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ জন, সবচেয়ে বেশি সংক্রমণ পশ্চিম জেলায়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। কোভিড এখনো শেষ হয়নি৷ বরং নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন৷ রাজ্যে গত ১০ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ জন৷

সবচেয়ে বেশি সংক্রমণ পশ্চিম জেলায়৷ তারপরেও মানুষের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে৷ নির্বিকার প্রশাসন৷ মাস্ক ব্যবহার ছেড়েই দিয়েছেন অধিকাংশ মানুষ৷ পুজোর আগে থেকেই মানুষের মধ্যে মাস্ক পরা নিয়ে এমন উদাসীনতা শুরু হয়েছে৷

এজন্য দোকানে দোকানে মাস্ক বিক্রিও প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে৷ চিকিৎসকদের পরামর্শ, করোনা সংক্রমণ রোধে ভ্যাকসিনের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, নিয়মিত স্যানিটাইজ করা ও মাস্ক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু কোথায় কী! নীতি নির্ধারকরাই যেখানে নীতি লঙ্ঘন করছেন সেখানে সাধারণ মানুষের দোষ কী! করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউয়ের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ রোধে মানুষ মাস্ক পরা শুরুও করেছিল৷

সেই মতো দোকানে দোকানে রং-বেরঙের, বাহারি মাস্কের বিক্রি বেড়েছিল৷ কিন্তু পুজোর আগে করোনা সংক্রমণ কিছুটা কমায় এবং একটি বড় অংশের মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসায় অনেকেই মাস্ক পরা ছাড়তে শুরু করে৷ বর্তমানে তো বহু মানুষকে মাস্ক ছাড়াই রাস্তায় বের হতে দেখা যাচ্ছে৷

অধিকাংশ মাস্ক বিক্রেতার মতে, পুজোর অনেক আগে থেকেই মাস্ক বিক্রি কমতে শুরু করেছিল৷ বর্তমানে মাস্কের বিক্রি প্রায় নেই বললেই চলে৷ আগে প্রতিদিন গড়ে ৪০/৫০টি মাস্ক বিক্রি হত ছোট দোকানগুলোতে৷ এখন তো দিনে গড়ে দুই থেকে তিনটি মাস্ক বিক্রি হচ্ছে৷ আবার কোন দোকানে বিক্রিই নেই৷

আর এই উদাসীনতার কারণে আবার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুসারে গত দশ দিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৯ নভেম্বর একদিনে দুই জনের মৃত্যু হয়েছে করোনায়৷

চলতি মাসের ২ তারিখ ও নভেম্বরের ৩০ তারিখ ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয় করোনায়৷ ২৭ নভেম্বর আরো একজনের মৃত্যু হয়েছিল৷ ফলে উদ্বেগ রয়েছে কিন্তু প্রশাসনে হেলদোল নেই।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?