অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। ২০২২ সালে চীনের বেইজিং-এ অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বয়কট করছে মার্কিন কূটনীতিকেরা। দেশটির তরফে এ ঘোষণা এসেছে।
বিবিসি জানায়, চীনের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে কোনো সরকারি প্রতিনিধিদল পাঠাবে না যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা প্রতিযোগিতায় অংশ নেবেন এবং সরকার তাদের পুরোপুরি সমর্থন করবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস।
চীন আগেই জানিয়ে দিয়েছিল বয়কটের কর্মসূচি নিলে তারাও পাল্টা জবাব দিতে সংকল্পবদ্ধ।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তারা অলিম্পিকে কূটনৈতিক বয়কটের কথা ভাবছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সোমবার বয়কটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন প্রশাসন অলিম্পিকের ধুমধাম আয়োজনে কোনো অবদান রাখতে চায় না।
সাকি বলেন, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার মুখে মার্কিন কূটনৈতিক বা সরকারি প্রতিনিধির উপস্থিতিতে এই খেলাগুলো যথারীতি ব্যবসা হিসেবে গণ্য করবে চীন। আমরা এটা করতে পারি না।
আগামী বছরের ৪ থেকে ২০ ফেব্রুয়ারি বেইজিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। শেষবার জিমি কার্টারের আমলে ১৯৮০ সালে একটি অলিম্পিক পুরোপুরি বয়কট করেছিল যুক্তরাষ্ট্র।