অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। ফের একবার বিগ বস ওটিটি-র সুবাদে লাইমলাইটে উঠে আসা উরফির ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্ট দেখে চোখ ছানাবড়া নেটিজেনের।
পোশাক নিয়ে বরাবরই চর্চায় থাকেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী উরফি জাভেদ। নিজের অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন উরফি। এয়ারপোর্টে তো কখনও পার্টিতে কাটা-চেরা পোশাক পরে চর্চায় থাকেন তিনি।
সদ্য নতুন একটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন উরফি। হু হু করে ভাইরাল হয়েছে উরফির এই ফটোশুট।
বোল্ড স্টাইল স্টেটমেন্ট, খোলামেলা পোশাকে শরীর দেখিয়ে সমালোচনার কোনও তোয়াক্কাই করেন না তিনি।
সমালোচনায় বিদ্ধ হলেও ট্রোলারদের কোনও রকমেরই পাত্তা দেননা তিনি। তাঁর এই বোল্ড অবতার যে পুরুষ হৃদয় ঝড় তোলে, তা আর বলার অপেক্ষা নেই।