স্টাফ রিপোর্টার, কমলপুর, ৬ ডিসেম্বর।। কমলপুর- আমবাসা সড়কের কলাছড়ি রাস্তার পাশে অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবরটি চাউর হতেই শত শত মানুষের ভিড় লক্ষ্য করা যায়।কমলপুর-আমবাসা সড়কের কলাছড়ি রাস্তার পাশে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়। কমলপুর হারের খোলা গ্রামের বাসিন্দা ছুটন দাস অজগর সাপটি ধরে কলাছড়ি বাজারে নিয়ে আসে। সেখানেও সাপটি দেখতে শত শত মানুষের ভিড় জমে। সাম্প্রতিককালে কমলপুর এলাকায় অজগর সাপ দেখা যায় না। সাপটি কোথায় থেকে এলো তা নিয়েই জনমনে প্রশ্ন উঠেছে। কোথা থেকে কিভাবে শাস্তি পেয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায় ছোটন দাস। অজগর সাপ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।