স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৬ ডিসেম্বর।। তেলিয়ামুড়া থানা এলাকার কমলনগরে মাটির দেওয়াল ঘর ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আট বছরের এক শিশুর। তেলিয়ামুড়া থানা এলাকার কমলনগর এলাকায় নিজ বাড়ির পুরানো মাটির ঘর ভেঙে পড়ে গুরুতর আহত হয় অরূপ বিশ্বাস নামে আট বছরের এক শিশু। আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন রা প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবা জানায় তার পিতৃপুরুষের আমলে তৈরি করা হয়েছিল মাটির দেওয়াল ঘর। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়। সে অনুযায়ী পুরানো মাটির দেওয়াল ঘটিভাংগার কাজ শুরু করা হয়।ঘরটি এখনো পুরোপুরি ভাঙ্গা হয়নি।সেই ঘরের ভিতর বসবাস করত পরিবারের লোকজন। সেই ঘর ধসে শিশুটি গুরুতর জখম হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। জিবি হাসপাতালে শিশুটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। অসহায় মা বাবার বুকফাটা ক্রন্দনে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।