অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। নাগাল্যান্ডের ঘটনায় বিরোধীদের চাপে আজ সংসদে বিবৃতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কেন্দ্রীয়মন্ত্রী বলেন, জঙ্গি হানার খবর পেয়ে এই অভিযান চালায় সেনা। আহত ২ জনকে সেনারাই হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে।
অমিত শাহ বলেন, গাড়িতে জঙ্গি সন্দেহে গুলি চালনায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। এর পরেই পালটা বাহিনীর ওপরে হামলা চালায় স্থানীয়রা। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আত্মরক্ষার্থে গুলি চালায় বাহিনী।
নাগাল্যান্ডে ঘটনায় শোকজ্ঞাপন করে অমিত শাহ বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাহিনী। ঘটনায় ভারত সরকার দুঃখপ্রকাশ করেছে’।
উল্লেখ্য, নাগাল্যান্ডের ওটিং গ্রামের কয়লা খনির শ্রমিকেরা শনিবার তিরু থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বোলেরো পিক আপ গাড়িতে করে ফিরছিলেন তারা। আফার তিরু ও ওটিং গ্রামের মধ্যবর্তী লংখাও এলাকায় গাড়িটি পৌঁছনোর পরই গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী।
আর তাতেই একাধিক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। সপ্তাহ শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু– ফেরা আর হল না। অসম রাইফেলসের গুলি চিরকালের মতো থামিয়ে দিল তাঁদের। বেঘোরে প্রাণ গেল ১৪ জনের।
এর পরেই নাগাল্যান্ড অসম রাইফেলস গুলিতে নিরীহ গ্রামবাসীদের ওপরে গুলি চালনার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধীদের চাপে নাগাল্যান্ডে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সংসদে বিবৃতি দেবেন বলে জানান অমিত শাহ।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দেবেন বলে জানানোর পরও বিরোধীরা দাবি করেন, অধিবেশনের শুরুতেই বিবৃতি দেওয়া উচিৎ ছিল। লোকসভায় এ দিন নাগাল্যান্ডে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনার জেরে একাধিক দলের তরফে লোকসভায় নোটিস দেওয়া হয়। তৃণমূল, কংগ্রেস, আরজেডি সব দলই নোটিশ দেয়।