অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন ক্রমশই আতঙ্ক ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। এই কোভিড-১৯ এর এই নতুন প্রজাতি ঠিক কতখানি মারাত্মক, তা মানুষের শরীরে কতখানি থাবা বসাতে পারে তা নিয়ে এখনও পর্যন্ত সঠিক কোনও তথ্য দিতে পারেননি বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞদের দাবি, এই প্রজাতি সম্পর্কে বিস্তারিত জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই মানুষকে সচেতন থাকা ছাড়া গতি নেই।
ইতিমধ্যেই মার্কিন মুলুকে এক তৃতীয়াংশ ছেয়ে গেছে, যা ইতিমধ্যেই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে আক্রান্ত বেড়ে ২১। দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের নয় জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ নিশ্চিত হয়েছে রাজস্থানে। টিকা নেওয়ার পরেও ওমিক্রন ভাবিয়ে তুলছে। রবিবার পর্যন্ত ২১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে ইতিমধ্যেই থাবা বসিয়েছে কর্ণাটক, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থানে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাবধান করার পরই সতর্ক হয়েছে কেন্দ্রীয় সরকার। ওমিক্রন নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। আমেরিকার পর ব্রিটেনেও ক্রমশ ছড়িয়ে পড়ছে এই নয়া প্রজাতি। ব্রিটেনে নতুন করে আরও ৮৬ জনের শরীরে মিলেছে ভাইরাসের এই উদ্বেগজনক ভ্যারিয়েন্ট। এই নিয়ে ওই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬।
উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের সময়েও ভারতে আস্তে আস্তে থাবা বসিয়েছিল করোনা। তার পর গোটা ছেয়ে গিয়েছিল ভারতে। তার পর কিছুদিন থিতিয়ে এলেও ফের করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়ে ওঠে। সংক্রমণ আর মৃত্যুর হার কমে এলেও তার থেকে এখনও মুক্তি মেলেনি। আবার নতুন করে ‘ওমিক্রন’ ভাবিয়ে তুলছে।