অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে চলমান অনেকগুলো মামলার মধ্যে একটিতে রায় দেওয়া হলো।
কভিড আইনের বিরোধিতা ও লঙ্ঘনে উসকানির দায়ে প্রাকৃতিক দুর্যোগ আইনে এই শাস্তি দেওয়া হলো সু চিকে।
সু চির বিরুদ্ধে ১১টি অভিযোগ এনেছে মিয়ানমারের জান্তা সরকার। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
গত ০১ ফেব্রুয়ারি এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী ৭৬ বছর বয়সী সু চিকে। তার আগে নির্বাচিত হয়ে বেসামরিক সরকারের ক্ষমতায় ছিলেন তিনি।
গত বছর হওয়া মিয়ানমারের সাধারণ নির্বাচনে জালিয়াতি করে এনএলডি ক্ষমতায় এসেছে অভিযোগ এনে সূ চিকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
এরপর থেকে সু চিকে গৃহবন্দী করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন ও জনসাধারণকে উসকে দেওয়ার মতো একাধিক অভিযোগ আনা হয়।
এই সিরিজ মামলার রায় হলে সূ চির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।