অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। কলম্বিয়ার সশস্ত্র বিপ্লবী সংগঠন ফার্কের (এফএআরসি) প্রাক্তন ভিন্নমতাবলম্বী নেতাকে এক অতর্কিত হামলায় ভেনেজুয়েলায় হত্যা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
নিহত ওই নেতার নাম হেরনান দারিও ভেলাসকুয়েজ। ‘এল পাইসা’ নামে সবার কাছে পরিচিত তিনি। তাকে ভেনেজুয়েলার আপুরে রাজ্যে গুলি করে হত্যা করা হয়।
তবে এল পাইসাকে কী কারণে হত্যা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি। কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হত্যার ব্যাপারে জানে না।
তবে স্থানীয় গণমাধ্যমের অনুমান, পুরস্কার পাওয়ার ইচ্ছায় ভাড়াটেরা ভেলাসকুয়েজকে হত্যা করে থাকতে পারে।
কলম্বিয়ান কর্তৃপক্ষ এল থিয়েম্পো পত্রিকাকে জানায়, আনুষ্ঠানিকভাবে বিবৃতি না আসা পর্যন্ত তারা এল পাইসার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত নয়। এমনকি তার মৃতদেহ দেখেনি বলেও জানায় তারা।
কলম্বিয়া প্রেসিডেন্টের মুখপাত্র ইভান দুকি নিউজ এজেন্সি রয়টার্সকে জানান, এল পাইসার মৃত্যুর ব্যাপারে তারা আরও তথ্যের খোঁজ করছে।
ফার্ক বিদ্রোহীরা মূলত মার্ক্সবাদী। ৫০ বছরেরও বেশি সময় ধরে কলম্বিয়ান সরকারের সঙ্গে এক তিক্ত যুদ্ধ করেছিল তারা। তবে ২০১৬ সালে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।
ফার্কের সবচেয়ে ভয়ংকর কমান্ডার এল পাইসা বেশ কয়েকটি আক্রমণের জন্য কুখ্যাত হয়ে ওঠেন। ২০০৩ সালে রাজধানী বোগোটায় এক গাড়ি বোমা হামলায় প্রায় ৩৬ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছিল। তার পেছনে এল পাইসা জড়িত ছিলেন বলে মনে করা হয়।