অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। ফের সামনে এল অনার কিলিংয়ের নৃশংসতা। দিদিকে হত্যা করে তার কাটা মুন্ডু নিয়ে সেলফি তুলল নাবালক, সঙ্গে যোগ দিলেন তার মাও। রবিবার এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।
জানা যাচ্ছে চলতি বছরের জুন মাসে বছর ১৯ এর কীর্তি থোরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিবাহ করেন। তারপর থেকেই বাড়ির সঙ্গে আর কোন যোগাযোগ ছিলনা।
হটাৎ করেই কীর্তির মা রবিবার মেয়েকে ফোন করেন। নিজের স্বামীকে নিয়ে বোনের বাড়ি আসেন ওই তরুণী।কিছুটা সময় পর কীর্তির মা ও ভাইও সেই বাড়িতে এসে হাজির হন।
এরপর রান্নাঘরে যান সবার জন্য চা বানাতে। চা বানানোর সময় হটাৎ করেই নাবালক ভাই ধারালো কাস্তে দিয়ে দিদির গলায় কোপ বসান।
মেয়ে যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য পা জাপ্টে ধরে মা। এরপর কাটা মুন্ডু সাজিয়ে রাখা হয় জানলায়, তোলা হয় সেলফিও।
এরপর অবশ্য স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্ণ করেন মা, ছেলে। ওই নাবালক কীর্তির স্বামীকেও খুন করার চেষ্টা করে। কোনমতে পালিয়ে প্রাণ বাঁচান তিনি।
এরপর স্থানীয় থানায় গিয়ে আত্মসমপর্ণ করে ঘাতক নাবালক ও তার মা।
গো বলয়ের রাজ্যগুলিতে এই ধরনের অনার কিলিংয়ের ঘটনা আকচার শোনা যায়। তবে এবার সেই গন্ডী পেরিয়ে এবার মহারাষ্ট্রে ঘটল এই ঘটনা।