স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ডিসেম্বর।। সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে রাজ্যপাল সত্যদেও নারাইণ আর্য সমস্ত প্রতিরক্ষা বাহিনী, এক্স সার্ভিসমেন, প্রাক্তন যোদ্ধা, শহীদদের পত্নী ও তাদের পরিবার-পরিজনদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, প্রতি বছর দেশের সর্বভৌমত্ব ও অখন্ডতা বজায় রাখার জন্য প্রতিরক্ষা বাহিনী যে আত্মত্যাগ করেছেন তার প্রতি সম্মান জানাতে ৭ ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হয়।
দেশের সামরিক বাহিনী যেভাবে আমাদের সীমান্তে প্রহরারত রয়েছেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করছেন ও প্রাকৃতিক দুর্যোগে সেবাদান করে আসছেন সেজন্য দেশের নাগরিক গর্বিত। তিনি সশস্ত্র বাহিনীর পতাকা দিবসের তহবিলে যথাসম্ভব দান করতে ত্রিপুরাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, কারণ এই তহবিলের অর্থ প্রতিরক্ষা বাহিনীর কল্যাণে ব্যবহৃত হয়ে থাকে। এদিকে, সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় সামরিক বাহিনীর সমস্ত সাহসী সদস্যদের গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এই উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি জেনে আনন্দিত যে, মাতৃভূমির সার্বভৌমত্ব এবং অখন্ডতা রক্ষা করতে গিয়ে যেসমস্ত প্রতিরক্ষা বাহিনীর জওয়ান আত্মবলিদান করেছেন তাঁদের স্মরণে ত্রিপুরার সৈনিক কল্যাণ অধিকার প্রতিবছর ৭ ডিসেম্বর, সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করে।’
শুভেচ্ছাবার্তায় তিনি আরও বলেন, এবছরের সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উদযাপন আরও বেশি গুরুত্ব পাবে কেননা দেশের স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ও পালন করা হচ্ছে। তাছাড়াও ত্রিপুরা ৫০তম পূর্ণরাজ্য দিবস পালন করতে যাচ্ছে। তিনি প্রাক্তন জওয়ানদের, শহীদদের পত্নী ও সেনা বাহিনীর পরিবারের কল্যাণে সশস্ত্র বাহিনীর পতাকা দিবসের তহবিলে স্বতস্ফূর্তভাবে দান করার জন্য ত্রিপুরাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।