অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা ঘরে ফিরেছিল দ্বিতীয় রাউন্ড থেকে। লা আলবিসেলেস্তেদের স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রান্সের হাতে। এরপর তো ক্রোয়েশিয়াকে হারিয়ে ফরাসিরা বিশ্বজয়ও করল।
আর্জেন্টিনা কেবল ফ্রান্স নয়, ডুবিয়েছিল ক্রোয়াটরাও। বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল লিওনেল মেসিরা।
সেই ম্যাচে আলোচনার জন্ম দিয়েছিলেন উইলি কাবায়েরো। বিশ্বকাপে সুযোগ পেয়েও নিজেকে রাঙাতে পারেননি তিনি।
ক্রোয়াটদের বিপক্ষে এক মারাত্মক ভুল করে বসেন কাবায়েরো। যেন নিজ থেকে উপহার দিয়েছিলেন প্রথম গোল। ডি-বক্সের ভেতর সতীর্থকে বল দিতে গিয়ে ভুলে দিয়ে দেন রেবিচকে। তারপর তো আর্জেন্টিনা প্রথম গোল হজম করল। ম্যাচে ফেরাও সম্ভব হয়নি তাদের। উল্টো আরও দুই গোল খেয়ে বসে লাতিন জায়ান্টরা।
তবে সেই ম্যাচটি আলোচিত হয়ে উঠেছিল কাবায়েরোর শিশুতোষ ভুলের কারণে। বেশ সমালোচিত হয়েছিলেন সেই সময়ের চেলসি গোলরক্ষক।
কাবায়েরোর নতুন খবর হচ্ছে, স্বল্পমেয়াদি চুক্তিতে সাউদাম্পটনে যাচ্ছেন তিনি। চলতি বছর চেলসির সঙ্গে চুক্তি শেষ হয়েছে ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের।
এদিকে, চলতি মৌসুমে গোলরক্ষক সংকটে ভুগছে সাউদাম্পটন। চোটে পড়েছেন তাদের প্রথম পছন্দের দুই গোলরক্ষক অ্যালেক্স ম্যাকার্থি ও ফ্রেশার ফর্স্টার। যার কারণে ফ্রি-এজেন কাবায়েরোকে সেইন্ট-ম্যারিস স্টেডিয়ামে আনতে চায় সেইন্টরা।
সামনে আর্সেনালের বিপক্ষে ম্যাচ সাউদাম্পটনের। পছন্দের দুই গোলরক্ষক না থাকায় সেই ম্যাচে তাদের গোলপোস্ট সামলাবেন হ্যারি লুইস। ফলে দ্রুত গোলরক্ষক সংকট সমাধানে কাবায়েরোকে সেইন্ট-ম্যারিসে আনতে যাচ্ছে সাউদাম্পটন।
২০১৭-২১ পর্যন্ত চেলসিতে ছিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। কিন্তু ব্লুজদের হয়ে লিগে মাত্র ১১ ম্যাচে মাঠে নামার সুযোগ হয় তার। এর আগে, স্প্যানিশ ক্লাব এলচে ও মালাগাতে ছিলেন কাবায়েরো। ঘরের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।