অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে দাঁড়ালেন রালফ রাংনিক। অভিষেকে তাকে জয় উপহার দিলেন ফ্রেড।
ওল্ড ট্রাফোর্ডে রবিবার ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারায় ইউনাইটেড। ৭৭ মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড।
মৌসুমে এটি মাত্র দ্বিতীয় গোল ফ্রেডের। সেপ্টেম্বরের মাঝামাঝিতে সবশেষ গোল করেছিলেন তিনি।
১৫ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ইউনাইটেড। ১৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ক্রিস্টাল প্যালেস।
দিনের আরেক ম্যাচে নরিচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ১৪ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে টটেনহ্যাম। ১৫ ম্যাচে নরিচ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে।
১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৩৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে, ১ পয়েন্ট কম নিয়ে চেলসি তিনে আছে। চারে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের পয়েন্ট ২৭।