।। শেখর দেববর্মা।। আমবাসা, ৬ ডিসেম্বর।। কোনাবনে সহকর্মীর গুলিতে দুই টি এস আর জওয়ানের মৃত্যুর ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি আখ্যা দিয়ে রাজ্যে ১২ঘন্টার ধর্মঘটের ডাক দেয় পাতালকন্যার ত্রিপুরা পিপলস ফ্রন্ট। এর অঙ্গ হিসেবে আজ সকাল থেকেই আমবাসা গন্ডাছড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় দলের কর্মীরা। অভিযুক্ত জওয়ানকে উপযুক্ত শাস্তি দাবি করে দলের কর্মী সমর্থকেরা সকাল থেকেই জগন্নাথ পুরের দেড় মাইল এলাকায় আমবাসা- গন্ডাছড়া সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ এবং তাদের গ্রেপ্তার করে। এতে রাস্তা অবরোধ
মুক্ত হয়। সকালে আমবাসা কচুছড়া রোডে আনন্দ বাজার সংলগ্ন রেল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকেরা। সকাল থেকে অবরোধে বসে। এতে আমবাসা রেল স্টেশনে ধর্মনগর এবং আগরতলা থেকে আসা রেল আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় আমবাসা থানার পুলিশ এবং তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে। এতে রেল রাস্তা অবরোধ মুক্ত হয় এবং রেল পরিষেবা স্বাভাবিক হয়।