Vandalized: উদয়পুরের ফুলকুমারী এলাকায় অসহায় বিধবার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৪ ডিসেম্বর।। মন্দির নগরী উদয়পুরের এক নম্বর ফুলকুমারী এলাকায় এক অসহায় বিধবার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার রয়েছে৷ অসহায় এক বিধবার বাড়ি ভাঙচুরের ঘটনায় মন্দির নগীর উদয়পুর মহকুমায় এক নম্বর ফুলকুমারী এলাকায় অস্থির পরিস্থিতির উদ্ভব হয়েছে৷ ঘটনা শনিবার৷

গৌরী ঘোষ সেন এক নম্বর ফুলকুমারী এলাকায় দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিল৷ আজ থেকে কয়েক বছর আগে তার স্বামী রতন সেন মারা যায়৷ মারা যাবার পর গৌরী ঘোষ সেন একা হয়ে পড়েন৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে তার নিকট আত্মীয়রা বাড়িটি দখল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে৷ গৌরী ঘোষ সেনের ঘরে তালা লাগিয়ে দেয়৷

পরবর্তী সময়ে পুলিশের সাহায্যে গৌরী ঘোষ সেন ঘরে প্রবেশ করে৷ গত কয়েকদিন গৌরী ঘোষ সেনের মায়ের অসুস্থতার খবর পেয়ে সোনামুড়া যায়৷ আর এই সুযোগে শনিবার কয়েকজন লোক গৌরী ঘোষ সেনের বাড়ি ভাঙচুর করে৷ খবর পেয়ে উদয়পুর নিজ বাড়িতে ছুটে এসে বাড়ি ভাঙার দৃশ্য দেখে শনিবার সন্ধ্যারাতে রাধা কিশোর পুর থানায় মামলা করেন৷

তিনি জানান তার স্বামীর আত্মীয় মিঠু দেবরায় সরকার, বাবুল রায়, টুটু রায় ও নিবাস সরকার লোক লাগিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে৷ চার জনের বিরুদ্ধে রাধা কিশোরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন৷ এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে অসহায় স্বামীহারা বিধবা মহিলা গৌরী ঘোষ সেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?