অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। শুটিং স্পটে মাতাল বাইক চালক ঢুকে পড়ে ধাক্কা মারলে গুরুতর আহত হন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ভেঙে যায় তার পায়ের হাড়।
‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। সবশেষ খবর, প্রিয়াঙ্কার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
অস্ত্রোপচার করে বসানো হয়েছে প্লেট। তিনি এখন আপাতত স্থিতিশীল। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগামী দু’দিন চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। তারপর সম্ভবত ছেড়ে দেওয়া হবে প্রিয়াঙ্কাকে।
ঘটনাটি শুক্রবার রাতের। রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন চক্রবর্তী। এ সময় হঠাৎ দুই শিল্পীকে বাইকটি ধাক্কা মারে। দুজনই ছিটকে পড়েন রাস্তায়।
হালকা চোট লাগে অর্জুনের। তবে গুরুতর আঘাত পান প্রিয়াঙ্কা।