স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৪ ডিসেম্বর।। উপ্তাখালি এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত ব্যক্তির নাম শৈলেন্দ্র দেবনাথ (৬৩)৷ আশঙ্কা করা হচ্ছে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের উপ্তাখালি এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর উদ্ধার হয়েছে ষাটোর্ধ ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ৷
পরিবারের দাবি টাকা পয়সার লেনদেনজনিত কারণে তাকে হত্যা করা হয়েছে৷ হত্যা নাকি পথ দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার পানিসাগর থানাধীন উপ্তাখালি গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা শৈলেন্দ্র দেবনাথ, পেশায় রাজমিস্ত্রী৷ প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যা রাতে বাড়ি থেকে বের হন৷ কিন্তু অনেক রাত হওয়াতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর শৈলেন্দ্র দেবনাথকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান পরিবারের লোকজন৷
তড়িঘড়ি খবর দেওয়া হয় পানিসাগর দমকল অফিসে৷ দমকল কর্মীরা অকুস্থলে ছুটে এসে ক্ষতবিক্ষত অবস্থায় ষাটোর্ধ বৃদ্ধ শৈলেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন৷ শনিবার বিকেল নাগাদ ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷ পানিসাগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ এদিকে মৃত ব্যক্তির বোনের জামাই নান্টু দেবনাথ অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় শৈলেন্দ্র বাড়ির পাশে এক বাড়িতে টাকা পয়সার লেনদেন জনিত কারণে টাকা চাইতে গিয়েছিলেন৷ আর সেই টাকা চাওয়াতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷
তিনি আরও বলেন, মৃতদেহে একাদিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ যেহেতু আসাম আগরতলা জাতীয় সড়কের উপর মৃতদেহ উদ্ধার হয়েছে সেক্ষেত্রে পথ দুর্ঘটনার ঘটনাটিও এড়িয়ে দিচ্ছে না স্থানীয় থানার পুলিশ৷ এখন ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে এটা পরিকল্পিত হত্যা, নাকি পথ দুর্ঘটনা৷